ঊষার আলো ডেস্ক : পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এরমধ্যে দুজন বিসিএস পুলিশ ক্যাডারের ১২তম ব্যাচের এবং আরেকজন ১৫তম ব্যাচের।
মঙ্গলবার (১৮ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পৃথক তিনটি প্রজ্ঞাপনে তাদের অবসরে পাঠানোর কথা জানানো হয়।
অবসরে পাঠানো পুলিশের তিন এসপি হলেন- মুহাম্মদ শহিদুল্লাহ চৌধুরী, দেলোয়ার হোসেন মিয়া এবং মির্জা আব্দুল্লাহেল বাকী।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরিবিধি ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসরে পাঠানো হলো।
শহীদুল্লাহ চৌধুরী পুলিশ সদর দপ্তরে পুলিশ সুপার টিয়ার এবং দেলোয়ার হোসেন মিয়া ও মির্জা আব্দুল্লাহেল বাকী পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।
এদিকে এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান মঙ্গলবার রাতে গণমাধ্যমকে বলেন, ‘তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। তারা ঠিকমতো অফিস করেন না। কাজকর্মও করেন না। ফেসবুকেও অপপ্রচার চালান। আর এসব অভিযোগ পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো হয়েছিল। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের আইনানুযায়ী অবসরে পাঠানো হয়েছে। ’
এর আগে তথ্য সচিব মকবুল হোসেনকে বাধ্যতামূলক অবসওে পাঠায় জনপ্রশাসন মন্ত্রণালয়।