UsharAlo logo
বৃহস্পতিবার, ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

পঞ্চগড়ে ড্রেজারের বালিতে চাপা পড়ে দুই শিশুর মৃত্যু

ঊষার আলো
এপ্রিল ২২, ২০২১ ৯:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে ড্রেজার মেশিন দিয়ে খনন কাজের সময়ে বালি চাপা পড়ে হৃদয় ইসলাম (৭) ও আল আমিন (৮) নামে ২ শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার রাত ৮টায় বোদা উপজেলার বেংহারি বনগ্রাম ইউনিয়নের শিকারপুর এলাকায় করতোয়া নদীতে এই ঘটনা ঘটেছে। নিহত হৃদয় ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে এবং আল আমিন হাসান আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা বলেছে, বুধবার বিকেলে বাড়ির পাশে নদীতে খেলতে যায় আল আমিন ও হৃদয়। সন্ধ্যা হয়ে গেলেও তারা বাড়ি না ফিরলে পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে নদী খননের জন্য ব্যবহৃত ড্রেজার মেশিনের বালি ও পানি নির্গত হওয়ার স্থানে একজনে পা দেখতে পায় তারা। পরে বালুর নিচ থেকে তাদের ২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে ওই স্থানে অসাবধানতাবশত তারা ড্রেজারের বালির মধ্যে চাপা পড়ে মারা যান।
বোদা থানার উপপরিদর্শক জাহিদ হাসান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

(ঊষার আলো- এম. এইচ)