UsharAlo logo
শুক্রবার, ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

স্বাস্থ্যঝুঁকিতে গাজীপুরের পোশাক শ্রমিকরা

ঊষার আলো
এপ্রিল ২২, ২০২১ ১০:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : টানা লকডাউনে এখনও স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে পোশাক কারখানার শ্রমিকরা। কারখানার ভেতরে স্বাস্থ্যবিধি মেনে প্রবেশ ও কাজ করতে দেখা গেলেও নিজস্ব যাতায়াত ব্যবস্থা নেই তাদের।
রাস্তায় গণপরিবহন না থাকায় দূর-দূরান্তের শ্রমিকদের গাদাগাদি করে হেঁটে কর্মস্থলে যেতে দেখা যাচ্ছে।
প্রতিদিন ভোর থেকে তাপমাত্রা মেপে, সাবান দিয়ে হাত ধুয়ে কর্মস্থলে প্রবেশ করে তারা। এদিকে সরকার নির্দেশিত নিজস্ব পরিবহন ব্যবস্থা থাকার কথা থাকলেও ২-একটি ছাড়া প্রায় কারখানায় নেই এমন ব্যবস্থা। যে কারণে অনেকটাই স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে শ্রমিকরা।
যদিও গাজীপুর তুসুকা ট্রাউজার্স লিমিটেডের জেনারেল ম্যানেজার বশির আহমেদ বলছে, ঝুঁকি নিয়ে কাজ করায় শ্রমিকদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

(ঊষার আলো- এম. এইচ)