UsharAlo logo
রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বকে ছাড়া চীন উন্নতি করতে পারবে না, চীনকেও বিশ্বের প্রয়োজন: শি

pial
অক্টোবর ২৩, ২০২২ ৪:০২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : তৃতীয় মেয়াদ নিশ্চিত হওয়ার বিষয়টি ঘোষণার পর গণমাধ্যমের সাথে কথা বলেছেন শি জিনপিং। তিনি বলেছেন, ‌‘পুরো বিশ্ব হতে বিচ্ছিন্ন হয়ে চীন উন্নতি করতে পারবে না, চীনকেও বিশ্বের প্রয়োজন’।

মাও সে তুংয়ের পর শিকে চীনের সব থেকে প্রভাবশালী নেতা হিসেবে বিবেচনা করা হয়। শি আরো বলেন, ‘সংস্কার ও উন্মুক্তকরণের ৪০ বছরেরও বেশি সময় পর আমরা দুটি অলৌকিক ঘটনা ঘটিয়েছি। এর একটি হলো দ্রুত অর্থনৈতিক উন্নয়ন এবং দীর্ঘস্থায়ী সামাজিক স্থিতিশীলতা’।

২০তম কংগ্রেসে নতুন পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটির নির্বাচিত সদস্যরা হলেন, শি জিনপিং, লি কিয়াং, ঝাও লেইজি, ওয়াং হুনিং, কাই কি, দিং জুএক্সিয়াং ও লি শি। ধারণা করা হচ্ছে যে, লি কিয়াং চীনের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।

(ঊষার আলো-এফএসপি)