UsharAlo logo
মঙ্গলবার, ৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

কনুই কেটে কৃত্রিম হাত সংযোজন, ফাঁকা অংশে ইয়াবা বহন

ঊষার আলো
অক্টোবর ২৬, ২০২২ ১০:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : ভয়ঙ্কর এক ইয়াবা কারবারির সন্ধান দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তার নাম রানা হাওলাদার। নিজের হাতের কনুইয়ের নিচের অংশ কেটে ফেলে কৃত্রিম হাত সংযোজন করেছেন তিনি। সেই কৃত্রিম হাতের ফাঁকা জায়গায় বহন করতেন ইয়াবা।

মঙ্গলবার (২৫ অক্টোবর) রাতে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে ইয়াবা কারবারি রানাকে গ্রেপ্তার করেছে হাতিরঝিল থানা পুলিশ।বিষয়টি জানিয়েছেন ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) এইচ. এম আজিমুল হক।

তিনি জানান, হাতের কনুইয়ের নিচের অংশ কেটে ফেলে সংযুক্ত প্লাস্টিকের কৃত্রিম হাতের ভেতরের ফাঁকা অংশে ইয়াবা বহন করতেন রানা। গত ৭-৮ বছর ধরে ইয়াবা ব্যবসা চালিয়ে যাওয়া এই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে হাতিরঝিল থানা পুলিশ।

বুধবার (২৬ অক্টোবর) বেলা ১১টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

ঊষার আলো-এসএ