UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃষ্টি আইনে জয় পেল আয়ারল্যান্ড

pial
অক্টোবর ২৬, ২০২২ ৩:১৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : মেলবোর্নের আকাশে সকাল হতেই ছিল কালো। আয়ারল্যান্ড ও ইংল্যান্ড দলের অধিনায়করা এই কারণে টসকে গুরুত্বপূর্ণ মনে করেছিলেন। কারণ বৃষ্টিস্নাত মাঠে রান তাড়া করাটাই হবে সুবিধাজনক। টস জিতেই তাই ফিল্ডিং বেছে নেয় ইংল্যান্ড। তবে সেই বৃষ্টিই যেন যম হয়ে নেমে এলো ইংল্যান্ড শিবিরে।

তখনো ৫.৩ ওভরের খেলা বাকি। এই সময় ইংলিশদের কাঁদিয়ে নেমে এলো বৃষ্টি। শেষ পর্যন্ত এ বৃষ্টি আর থামলো না ও ম্যাচ রেফারি রঞ্জন মাধুগালে বৃষ্টি আইন ডার্কওয়ার্থ লুইস মেথডে হিসেব করে আয়ারল্যান্ডকেই ৫ রানে বিজয়ী ঘোষণা করেন।

বিশ্বকাপে টপ ফেবারিট হিসেবে খেলতে আসার পর প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৫ উইকেটের জয় পেলেও ইংলিশদের বেশ ধুঁকতে হয়। আর দ্বিতীয় ম্যাচে এসে আয়ারল্যান্ডের কাছে পরাজয়ই বরণ করতে হলো।
এর আগে টস হেরে প্রথমে ব্যাট করে ১৫৭ রানে অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড। জবাব দিতে নেমে ইংল্যান্ডও খুবই ভালো অবস্থানে ছিল না। বৃষ্টি নামার সময় ১৪.৩ ওভারে পাঁচ উইকেটে ১০৫ রান ছিল তাদের।

ডি/এল মেথডে ইংলিশরা তখনো আয়ারল্যান্ডের চেয়ে ৫ রান পিছিয়ে। শেষ পর্যন্ত এ ৫ রানই জয়-পরাজয়ের নির্ধারক হয়ে দাঁড়ালো।

(ঊষার আলো-এফএসপি)