UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

pial
অক্টোবর ২৯, ২০২২ ২:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড।

পিচ রিপোর্ট বলছে এ উইকেটে আগের মতোই রয়েছে। এই মাঠে ভার ১৭৯ ও সাউথ আফ্রিকা ২০০ রান পেয়েছিল। আর সেই হিসেবে আজকে ভালো রান উঠবে বলে আশা করা হচ্ছে।

দুই ম্যাচে এক জয় ও এক হার নিয়ে এ গ্রুপের পয়েন্ট টেবিলের তলানির দিকে রয়েছে শ্রীলঙ্কা। আর ২ ম্যাচে ১ জয় আর আরেকটিতে পয়েন্ট ভাগাভাগি করে সবার শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড।
কাজে সেই হিসেবে সেমি ফাইনালের লড়াইয়ে টিকে থাকতে শ্রীলঙ্কার জয় পাওয়াটা বেশি জরুরি।

(ঊষার আলো-এফএসপি)