ঊষার আলো রিপোর্ট : মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
রোববার (৩০ অক্টোবর) বাংলাদেশ আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক এ তথ্য জানান।তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
তবে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে। আগামী ৭২ ঘণ্টায় অর্থাৎ তিন দিনে দেশের আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন হবে না।
এ কে এম নাজমুল হক জানান, গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টিপাত রেকর্ড করা হয়। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় দেশ বৃষ্টি শূন্য ছিল। হেমন্তের এই আবহাওয়ায় প্রতিদিনই কমছে দেশের তাপমাত্রা। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৬.১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙ্গামাটিতে ৩৩ ডিগ্রি সেলসিয়াস।
ঊষার আলো-এসএ