UsharAlo logo
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নগরীর বয়রায় দুর্ধর্ষ চুরি

ঊষার আলো
এপ্রিল ২২, ২০২১ ৯:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপাের্ট : নগরীর বয়রায় দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোরেরা ঘরের গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ কয়েক লাখ টাকা মূল্যের মালামাল চুরি করে নিয়ে যায়।
বাড়ির মালিক শাহজাহান আলী বাবুল বলেন, তিনি সোনাডাঙ্গা ১নং বয়রা ক্রসরোডের বাসিন্দা। তিনি স্ব-পরিবারে গত ১৯ এপ্রিল বড় ভাইয়ের বাসায় গোবরচাকায় বেড়াতে যান। বুধবার (২১ এপ্রিল) সকালে স্ব-পরিবারে আবার বাসায় ফিসে এসে দেখেন তার ঘরের দরজার গ্রীল কাটা। চোরেরা গ্রীল কেটে ঘরের ভিতর প্রবেশ করেছে। তারা আলমারি ভেঙ্গে নগদ ৭০ হাজার টাকা ও ১৪ ভরি ওজনের স্বর্ণালংকার নিয়ে যায়। তারা বাসায় না থাকার সুযোগে চোরেরা তার ঘরে হানা দেয়। এ ঘটনাটি তিনি সোনাডাঙ্গা থানার ওসিকে জানালে তিনি এসআই বিপন খানকে ঘটনাস্থলে পাঠান। ওসি মমতাজুল হক বলেন, এমনই খবর পেয়ে পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়। তবে তারা কেউ মামলা করতে থানায় আসেননি।

(ঊষার আলো-এমএনএস)