UsharAlo logo
শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাজেদা আসনে ছোট ছেলে লাবু নির্বাচিত

koushikkln
নভেম্বর ৫, ২০২২ ৮:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ফরিদপুর-২ সংসদীয় আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জাতীয় সংসদের সাবেক উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ছোট ছেলে শাহদাব আকবর চৌধুরী লাবু। সদ্য প্রয়াত সাজেদা ওই আসনের সংসদ সদস্য ছিলেন।

শনিবার (০৫ নভেম্বর) এ সংসদীয় আসনের ১২৩টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হয়।

জেলা নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমান জানান, নির্বাচনে ৬৮ হাজার ৮১২ ভোট পেয়ে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শাহদাব নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত বটগাছ প্রতীকের প্রার্থী জয়নুল আবেদীন বকুল মিয়া পেয়েছেন ১৪ হাজার ৮৭৮ ভোট।
এ আসনে মোট ভোটার তিন লাখ ১৮ হাজার ৪৭২ জন। এর মধ্যে ভোট প্রদান করেছেন ৮৩ হাজার ৬৯০ জন। ভোট প্রদানের হার ২৬ দশমিক ২৭।

গত ১১ সেপ্টেম্বর এ আসনের সংসদ সদস্য সাজেদা চৌধরীর মৃত্যু হয়। ১৩ সেপ্টেম্বর নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে। ২৫ সেপ্টেম্বর এ আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

সালথা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার উপজেলা কৃষি কর্মকর্তা জীবাংশু দাস বলেন, সুন্দর পরিবেশে ভোটগ্রহণ হয়েছে। প্রথমবার ইভিএমে ভোট হলেও ভোটারদের ভোট দিতে কোনো সমস্যা হয়নি।