UsharAlo logo
মঙ্গলবার, ৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ২

ঊষার আলো
নভেম্বর ৬, ২০২২ ১১:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :কিশোরগঞ্জের কুলিয়ারচরে সিএনজিচালিত অটোরিকশায় বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। রোববার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের উপজেলার ছয়সূতি নওগাঁও ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে আসা সৌখিন পরিবনের একটি বাস কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কুলিয়ারচর উপজেলার নওগাঁও ব্রিজ এলাকায় কিশোরগঞ্জ থেকে ভৈরবের উদ্দেশ্যে ছেড়ে আসা সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।

খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে এলাকাবাসীর সহায়তায় গুরুতর আহত অটোরিকশার তিন যাত্রীকে উদ্ধার করে বাজিতপুরের ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।কুলিয়ারচর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. তারিক পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিএনজিচালিত অটোরিকশায় বাসের ধাক্কায় এক নারী ও এক পুরুষের মৃত্যু হয়েছে। এছাড়া গুরুতর আহত আরও তিনজনকে ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আরও কেউ নিহত হয়েছেন কি-না বিস্তারিত পরে বলা যাবে। ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনা করছে। হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ঊষার আলো-এসএ