UsharAlo logo
শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অনাবাদী জমি খুঁজে বের করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

pial
নভেম্বর ৮, ২০২২ ৩:০১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : সারাদেশের আনাচে-কানাচে ছড়িয়ে ছিঁটিয়ে থাকা অনাবাদী জমি খুঁজে বের করতে কেবিনেট সচিবকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিসিদের সহায়তা নিয়ে এসব অনাবাদী জমি খুঁজে বের করে আবাদযোগ্য করে তোলার নির্দেশও দিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার (৮ নভেম্বর) প্রধানমন্ত্রী ও একনেক-এর চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় তিনি এ নির্দেশনা দেন। শেরে বাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভা শেষে সাংবাদিকদের কাছে এই তথ্য তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে পরিকল্পনামন্ত্রী জানান, আমাদের উৎপাদন বাড়াতে হবে। সারা দেশে ১ ইঞ্চি জমিও ফেলে রাখা যাবে না। জমিতে বিভিন্ন ধরনের চাষাবাদ করতে হবে। প্রধানমন্ত্রী কেবিনেট সচিবকে নির্দেশ দিয়েছেন যে, ডিসিরা যেন অনাবাদী জমি খুঁজে বের করেন।

প্রধানমন্ত্রী বলেন, আয়েশি-বিলাসী প্রকল্প নেওয়া যাবে না। কিন্তু ছোট গ্রামীণ প্রকল্প বা কল্যাণমুখী প্রকল্পের বিষয়ে আপস নয়। বড় বড় প্রকল্প নেওয়া যাবে না, বড় প্রকল্প গ্রহণে ফিসিজিবিলিটি স্টাডি গভীরভাবে দেখতে হবে। যে কৌশলে কমিশন ১ বছর ধরে কাজ করছে এটা নিয়ে প্রধানমন্ত্রী সন্তুোষ প্রকাশ করেছেন। শুধু আমাদের দেশে নয় সারাদুনিয়া ব্যাপী মন্দা চলছে। অপচয় কমানোর পাশাপাশি মিতব্যায়ীও হতে হবে।

তিনি আরও বলেন, আমরা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। কাজে ব্যয়ের ক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

(ঊষার আলো-এফএসপি)