UsharAlo logo
শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কালিগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলা

koushikkln
নভেম্বর ৯, ২০২২ ৬:৫৮ অপরাহ্ণ
Link Copied!

কালিগঞ্জ(সাতক্ষীরা)প্রতিনিধি :দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে দিয়ে সাতক্ষীরার কালিগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মাঠ চত্বরে বুধবার(৯ নভেম্বর) সকাল ৯ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত সরকারি, বেসরকারি, কর্মকর্তা, কর্মচারী জনপ্রতিনিধি স্কুল, কলেজ, মাদ্রাসা, এনজিও মহিলা সমিতি, থানা প্রশাসন ও শিক্ষার্থীদের অংশগ্রহণে ২৬ টি স্টল নিয়ে এ মেলা অনুষ্ঠিত হয়।

বেলা ১১ টার সময় বর্ণিল শোভাযাত্রা শেষে সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার ফিতা  কেটে এ মেলার উদ্বোধন করেন। স্টল পরিদর্শন শেষে মেলা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে টেলি কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী আলহাজ্ব প্রফেসর ডঃ আ ফ মো রুহুল হক। তিনি তার বক্তব্যে বলেন জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। ডিজিটাল পদ্ধতিতে এখন মানুষের সব ধরনের সেবা নিশ্চিত করা হচ্ছে। তাই আবারও বঙ্গবন্ধু কন্যাকে আগামী নির্বাচনে ভোট দিয়ে জয়লাভ করিয়ে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে ক্ষমতায় বসাতে হবে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য এসএম জগলুল হায়দার, উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, সহকারি কমিশনার (ভূমি) রোকনুজ্জামান বাপ্পি, থানার অফিসার ইনচার্জ হালিমুর রহমান বাবু, শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি জি এম আকবর কবীর, প্রমুখ।