UsharAlo logo
শুক্রবার, ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা-মাওয়া মহাসড়কে ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে ব্যবসায়ী নিহত

ঊষার আলো
নভেম্বর ১০, ২০২২ ১২:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : মুন্সিগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কে মাছভর্তি ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে রাজীব মিয়া (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় রমজান আলী (৪০) ও পরিচয় (৩৫) নামে আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এ সময় মাছ ব্যবসায়ী রাজীব মিয়াকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা কাউসার আহমেদ জানান, তারা ঢাকার যাত্রাবাড়ী থেকে সকালে মাছ কিনে আব্দুল্লাহপুর বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তিনজন আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে রাজীব মিয়াকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কাউসার আরও জানান, তাদের বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদিখান এলাকার মালকানগর এলাকায়। গুরুতর আহত দুইজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ঢাকা-মাওয়া মহাসড়ক থেকে আহত অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। পরে একজন মারা গেছেন। আহত দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঊষার আলো-এসএ