UsharAlo logo
মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শাহ আমানতে ৫৬টি স্বর্ণের বার উদ্ধার

ঊষার আলো
নভেম্বর ১২, ২০২২ ১:০১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক গোয়েন্দারা ৫৬টি স্বর্ণের বার উদ্ধার করেছেন।শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, চট্টগ্রাম বিমানবন্দরে শুল্ক গোয়েন্দার একটি দল শনিবার (১২ নভেম্বর) এসব স্বর্ণ উদ্ধার করেন।

দুবাই থেকে আসা ফ্লাইটের যাত্রীর কাছে স্বর্ণের বারগুলো পাওয়া যায়। সূত্র জানায়, চব্বিশ ক্যারেটের ওই স্বর্ণের বারগুলোর ওজন ছয় কেজি ৫২৪ গ্রাম। বিমান বাংলাদেশ  এয়ারলাইন্সের BG-148 ফ্লাইটের window 4J সিটের নিচে স্বর্ণের বারগুলো পাওয়া যায়। যার বাজার মূল্য ৪ কোটি ৪৮ লাখ টাকা।

ঊষার আলো-এসএ