UsharAlo logo
শনিবার, ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ফের ভূমিকম্পে কাঁপল উত্তর ভারত

ঊষার আলো
নভেম্বর ১৪, ২০২২ ১১:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : এবার ভূমিকম্পে কেঁপে উঠলো ভারতের পাঞ্জাবের অমৃতসর ও পার্শ্ববর্তী এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল চার দশমিক এক।রোববার (১৩ নভেম্বর) দিনগত রাত সাড়ে ৩টার দিকে ভূমিকম্প অনুভূত হয়েছে সেখানে। খবর: এনডিটিভি।

প্রবর্তন অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুনদেশটির ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূমি থেকে ১২০ কিলোমিটার গভীরে। পশ্চিম ও উত্তর-পশ্চিম অমৃতসরে বেশি কম্পন অনুভূত হয়। তবে এ ভূমিকম্পে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

কয়েক দিনের ব্যবধানে পরপর দু’বার কেঁপে উঠে দিল্লি। গত মঙ্গলবার গভীর রাতে দিল্লিতে ভূমিকম্প হয়, রিখটার স্কেলে তার মাত্রা ছিল ছয় দশমিক এক। এরপর শনিবার রাজধানীতে আবার ভূমিকম্প হয়। সেই কম্পনের মাত্রা ছিল পাঁচ দশমিক চার। উভয় ক্ষেত্রেই উৎসস্থল ছিল নেপাল।

ঊষার আলো-এসএ