UsharAlo logo
বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নিউইয়র্কে বোমা হামলার চেষ্টাকারী বাংলাদেশি এক যুবকের ৫৫ বছরের জেল

usharalodesk
এপ্রিল ২৩, ২০২১ ৬:২৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটন পোর্ট অথরিটি বাস টার্মিনালে বোমা হামলার চেষ্টা মামলায় বাংলাদেশি যুবক আকায়েদ উল্লাহকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নিউ ইয়র্কের ম্যানহাটনের ফেডারেল আদালত। স্থানীয় সময় বৃহস্পতিবার (এপ্রিল ২২) ম্যানহাটনের ফেডারেল জজ রিচার্ড জে সুলিভান আকায়েদ উল্লাহকে (৩১) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি তাকে আরও ৩০ বছরের সাজা দিয়েছেন। ২০১৭ সালের ১১ ডিসেম্বর আকায়েদ নিউইয়র্কের ম্যানহাটন পোর্ট অথরিটি বাস টার্মিনালে আত্মঘাতি বোমা হামলার চেষ্টা চালায়। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের কিছু অঙ্গরাজ্যে যাবজ্জীবন সাজাকে ২৫ বছর হিসাব করা হয়। ফলে যতদিন আকায়েদ বাঁচবেন ততদিন তাকে জেলেই থাকতে হবে। রায় ঘোষণার আগে আকায়েদ উল্লাহ আদালতে ক্ষমা চেয়েছিলেন। তিনি জানান, ‘আমি আমার অন্তর থেকে আপনাকে বলতে পারি আমি যা করেছি তার জন্য আমি গভীরভাবে দুঃখিত। আমি নিউ ইয়র্ক পুলিশ এবং আইন প্রয়োগকারী ও এ দেশের কাছে ক্ষমাপ্রার্থী। আমি কখনই নিরীহ লোকদের ক্ষতি করার পক্ষে সমর্থন করি না।

প্রসিকিউটররা জানান যে, ‘আকায়েদ উল্লাহ যতটা সম্ভব মানুষকে আতঙ্কিত করতে চেয়েছিল। বিস্ফোরণে একমাত্র আকায়েদই গুরুতর আহত হয়েছিলেন। কিন্ত তারা যাবজ্জীবন কারাদণ্ডের জন্য চাপ দিয়েছে। ইউএস এটর্নি রেবেকা দোনালেস্কি বিচারককে বলেন, ‘আসামির সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও এটি ঘটেছে। নজরদারি ক্যামেরা ফুটেজে দেখা যায়, ডিসেম্বর ২০১৭ আকায়েদ টাইমস স্কয়ার সাবওয়ে স্টেশনের অভ্যন্তরে তার বুকে আটকে একটি বোমা বিস্ফোরণ ঘটিয়েছেন।

(ঊষার আলো-আরএম)