UsharAlo logo
বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শ্রীলঙ্কা-বাংলাদেশ টেস্টের চলাকালীন একজন করোনায় আক্রান্ত

usharalodesk
এপ্রিল ২৩, ২০২১ ৮:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া ডেস্ক : চলছে শ্রীলঙ্কা-বাংলাদেশ সিরিজের প্রথম টেস্ট। আর এই চলমান টেস্টের মাঝেই করোনা পজিটিভ হয়েছেন এক গ্রাউন্ডসম্যান! শুক্রবার (২৩ এপ্রিল) এই মাঠকর্মীর করোনা পজিটিভ হওয়ার খবরে তার সংস্পর্শে আসা বাকি ৯জনকে আইসোলেশনে পাঠানো হয়েছে।
এমন তথ্য জানিয়ে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের মিডিয়া ম্যানেজার প্রসন্ন রদ্রিগো ক্রিকবাজকে বলেছেন, ‘একজন অস্থায়ী কর্মী আমাদের নিয়মিত টেস্টিং প্রক্রিয়াতে করোনা পজিটিভ হয়েছেন। ভেন্যুতে প্রবেশের পূর্বেই নিয়মিত আমরা এমন পরীক্ষা করে থাকি। এখন পজিটিভ হওয়ার খবরে তার সরাসরি সংস্পর্শে আসা ৯জনকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য ফেরত পাঠানো হয়েছে।’
অথচ এই করোনার কারণেই এই সিরিজটি হয়েছে অনেক দেরিতে। শুরুতে গত বছরের জুলাইয়ে হওয়ার কথা ছিল এই টেস্ট সিরিজ। পরে গত অক্টোবর-নভেম্বরেও চেষ্টা করা হয়েছিল যেন সিরিজটি মাঠে গড়ায়। কিন্তু তখনও তা আলোর মুখ দেখেনি কোয়ারেন্টিনজনিত জটিলতায়। সেই সিরিজটিই এখন চলামন।

(ঊষার আলো-এমএনএস)