UsharAlo logo
শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটের স্কুলের ১১ শিক্ষার্থী এক সাথে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

pial
নভেম্বর ১৭, ২০২২ ২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের রামপাল উপজেলার ঝনঝনানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ১১ শিক্ষার্থী এক সাথে অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।

চিকিৎসক বলছেন মাস হিস্ট্রিয়ায় অসুস্থ। আর অভিভাবক ও শিক্ষার্থীদের অভিযোগ স্কুলে অ্যাসেম্বলির পর রৌদ্রের মধ্যে স্কুল মাঠ পরিষ্কার করতে গিয়ে কোমলমতি এ শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছে।

বিদ্যালয় সুত্র জানায়, বুধবার সকালে উপজেলার ঝনঝনিয়া মাধ্যমিক বিদ্যালয় শিক্ষার্থীরা প্রতিদিনের মত স্কুলে হাজির হয়। এরপর তাদের অ্যাসেম্বলি শেষ হলে প্রধান শিক্ষকের নির্দেশে শিক্ষার্থীরা স্কুল মাঠ পরিষ্কার করে। রোদের তাপে শিক্ষার্থীদের মধ্যে ১১ জন অসুস্থ হয়ে পড়ে। এ অবস্থায় শিক্ষক’রা তাদের অভিভাবকদের খবর দিয়ে হাসপাতালে ভর্তি করান। হাসপাতালে ভর্ত্তি শিকার্থীরা হলো নিপা আক্তার (১৪), কারিমা (১২), তানিয়া (১৩), চায়না (১২), জুইমনি (১২), অন্তরা (১২), শাহাদাৎ ব্যাপারী (১৪), তুলি (১২), নামীয়া (১৪), সুফিয়া (১৩) ও সাবিনা (১২)। এরা সবাই ৭ম ও ৮ম শ্রেণির শিক্ষার্থী বলে জানায় ওই সুত্র।

অসুস্থদের বাড়ী স্কুল সংলগ্ন ঝনঝনিয়া গ্রামে। শিক্ষার্থীদের সাথে কথা বললে তারা সবাই অভিযোগ করে বলে, স্কুলে গেলে পিটি করানোর পর রৌদ্রে তাদের মাঠ পরিষ্কার করতে হয়। এতে তারা অসুস্থ হয়ে পড়েছে। একই অভিযোগ করেন অভিভাবকরা। অভিভাকরা বলেন আমরা আমাদের ছেলে মেয়েদের সকালে নাস্তা করিয়ে ও টিফিন দিয়ে স্কুলে পাঠাই।

এ বিষয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষ্ণুপদ বলেনন শিক্ষার্থীরা না খেয়ে স্কুলে আসে। তাদের গ্যাসের সমস্যা হয়েছে। বিদ্যালয়ে কর্মচারী থাকতে কেন শিশুদের দিয়ে মাঠ পরিষ্কার করালেন এমন প্রশ্নের উত্তরে বলেন, এতে দোষ কি ? আমরা ও তো বিদ্যালয়ে পড়াকালীন সময়ে মাঠ পরিষ্কার করেছি। সহকারী প্রধান শিক্ষক তাহিদুল ইসলাম বলেন শারীরিকভাবে দুর্বল এ শিক্ষার্থীদের মাস হিষ্টিরিয়া হয়েছে বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নূরুল হক লিপন বলেন এত জন শিক্ষার্থী হটাৎ কেন অসুস্থ হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। রামপাল উপজেলা স্বাস্থ্য প. প. কর্মকর্তা ডাক্তার সুকান্ত কুমার পাল সাংবাদিকদের বলেন, এটা গণ হিষ্টিরিয়া। আমরা বেলা ১১ টা থেকে বেলা ২ টা ৩০ মিনিট পর্যন্ত আগত রোগীদের ভর্তি করে সেবা দিয়েছি। তাদের গ্যাস্টিক বা অন্য কোন সমস্যা নেই তবে একটি ছেলে পূর্ব থেকেই অসুস্থ।

(ঊষার আলো-এফএসপি)