UsharAlo logo
শনিবার, ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দেড় কোটি পেরোলো শিশুদের টিকা গ্রহণ

ঊষার আলো
নভেম্বর ২০, ২০২২ ১১:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে গত ২৫ আগস্ট থেকে দেশব্যাপী আনুষ্ঠানিকভাবে ৫ থেকে ১১ বছরের শিশুদের (প্রাথমিকের শিক্ষার্থী) টিকাদান কার্যক্রম শুরু হয়। ইতোমধ্যে এই কার্যক্রমে এক কোটি ৫৩ লাখ ৩০ হাজার ৩৮৫ জন শিশু প্রথম ডোজের মাধ্যমে টিকার আওতায় এসেছে। এদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে টিকা নিয়েছেন ৭১ হাজার ৫১০ জন শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনার টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে। এতে সই করেছেন অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. শাহাদাত হোসেন।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে এখন পর্যন্ত দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ৫ লাখ ২ হাজার ৯০০ জন। এর মধ্যে একদিনেই নিয়েছেন ২৭ হাজার ৯৮৯ জন।

এদিকে দেশে ভ্যাক্সিনেশন কার্যক্রমের শুরু থেকে এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ১৪ কোটি ৬২ লাখ ৮৩ হাজার ৫৩৩ জন। এছাড়া দুই ডোজ টিকার আওতায় এসেছেন ১২ কোটি ৪৭ লাখ ৫১ হাজার ৮৪৪ জন মানুষ। আর বুস্টার ডোজ নিয়েছেন ৫ কোটি ৮৬ লাখ ৬৯ হাজার ৪৮ জন।

ঊষার আলো-এসএ