UsharAlo logo
শনিবার, ১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সৌদির বিপক্ষে কোন কৌশলে খেলবে মেসিরা?

pial
নভেম্বর ২১, ২০২২ ৫:৩২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আর্জেন্টিনার কাছে সৌদি আরব কঠিন প্রতিপক্ষ নয়। আগামীকাল মঙ্গলবার (২২ নভেম্বর) বাংলাদেশ সময় বিকাল ৪টায় মাঠে নামছে আর্জেন্টিনা।

গোলবারের নিচে এমিলিয়ানো মার্তিনেজের থাকাটা নিশ্চিত ভাবেই বলা যায়। আর্জেন্টাইন সংবাদমাধ্যমগুলোর বিশ্লেষণগুলোর বলছেন, মার্তিনেজের সামনে সেন্টারব্যাক হিসেবে খেলতে পারেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহামের ক্রিস্তিয়ান রোমেরো। আর বাঁ পাশে থাকতে পারেন লিওঁর লেফটব্যাক নিকোলাস ওতামেন্দি। রাইটব্যাকে শোনা যাচ্ছে নাহুয়েল মলিনারের নাম। আর মাঝমাঠে থাকতে পারেন মার্কোস আকুনিয়া, রদ্রিগো দি পল, লিয়ান্দ্রো পারেদেস ও আলেক্সিস মাকআলিস্তার।

আর আক্রমণভাগের নেতৃত্বে থাকছেন লিওনেল মেসি। তার সাথে ডি মারিয়া ও লাওতারো মার্তিনেজে। পাওলো দিবালার সম্ভাবনা বেশ ক্ষীণ। চোট কাটিয়ে তিনি এখনো ছন্দে ফিরতে পারেননি।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:

গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেজ

ডিফেন্ডার: নাহুয়েল মলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি
মিডফিল্ডার: মার্কোস আকুনিয়া, রদ্রিগো দি পল, লিয়ান্দ্রো পারেদেস ও আলেক্সিস মাকআলিস্তার।

ফরোয়ার্ড: লিওনেল মেসি, লাওতারো মার্তিনেজ ও আনহেল দি মারিয়া।

(ঊষার আলো-এফএসপি)