UsharAlo logo
বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

নেইমারের সমালোচনায় কাকা

pial
নভেম্বর ২৬, ২০২২ ২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : গোড়ালির চোটে কাতার বিশ্বকাপের গ্রুপ পর্ব হতে ছিটকে গেলেন নেইমার। ব্রাজিলের সামনের দু’টি ম্যাচ সুইজারল্যান্ড ও ক্যামেরুনের বিপক্ষে তিনি খেলতে পারবেন না। কাজে ইনজুরি কাটিয়ে তার ফেরার আশায় যখন ক্ষণ গুণছেন ব্রাজিল সমর্থকরা, আর তখন নেইমারের সমালোচনায় মাতলেন সাবেক ব্রাজিলিয়ান ফুটবলার কাকা।

তার দাবি, এ টুর্নামেন্ট তাকে জ্বলে ওঠার মঞ্চ দিয়েছে এবং নিশ্চিতভাবেই সার্বিয়ার বিপক্ষে ইনজুরিতে পড়ার আগে সেভাবে জ্বলে উঠতে পারেনি সে। ইতিবাচক দিকটি হলো, সে মাঠ থেকে উঠে যাওয়ার পর ব্রাজিল খুবই ভালো খেলেছে।

কাকা বলেন, প্রথমে আমার কাছে গুরুতর ইনজুরি মনে হয়নি। কিন্তু যে বিষয়টি আমাকে উদ্বিগ্ন করে তা হলো আঘাত পেলেও নেইমার সবসময়ই খেলতে চায়। এবার সেটা করেনি, সে উঠে যেতে চেয়েছে। আমার কাছে তা খুবই অদ্ভুত লেগেছে ও টুর্নামেন্টের বাকি অংশে যা ব্রাজিলের উপর প্রভাব ফেলতে পারে।
যদিও নেইমারকে নিয়ে বেশ আশাবাদী কাকা। তিনি বলেন, ‘আমি আশা করি, পরের ম্যাচের আগে সে সুস্থ হয়ে উঠবে কারণ, তার খ্যাতির জন্য বিশ্বকাপ জেতাটা গুরুত্বপূর্ণ। ’

উল্লেখ্য, নিজেদের প্রথম ম্যাচে রিচার্লিসনের জোড়া গোলে সার্বিয়াকে ২-০ ব্যবধানে হারিয়েছে ব্রাজিল।

(ঊষার আলো-এফএসপি)