UsharAlo logo
সোমবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ইরানের পতাকা থেকে ‘আল্লাহ’ বাদ দিয়ে যুক্তরাষ্ট্রের প্রচার

pial
নভেম্বর ২৮, ২০২২ ৩:১৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাথে ইরানের রাজনৈতিক বৈরিতা অনেকদিন ধরেই। আর সবক্ষেত্রেই তার ছাপও দেখা যায়।

কাতার বিশ্বকাপে ফুটবল মাঠে দেখা হয়ে যাচ্ছে দু’দেশের। বুধবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় মাঠে নামবে দু’দল। আর এর আগেই ছড়িয়ে পড়েছে উত্তেজনা।
নারীদের হিজাববিরোধী আন্দোলনে উত্তাল ইরান, দেশটিতে পুলিশ হেফাজতে কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে প্রতিবাদ চলছে। আর শুরু থেকেই আন্দোলনে সমর্থন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবং তাদের ইন্ধনেই প্রতিবাদ বাড়ছে বলে দাবি করছে ইরান।

এবার মাহসা আমিনিকে নিয়ে এ দ্বন্দ্ব পৌঁছে গেল কাতার বিশ্বকাপেও। মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় ফুটবল দলের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট হতে ইরানের অবমাননা করা হয়েছে।

তারা ইরানের জাতীয় পতাকা বিকৃত করে বিভিন্ন টুইটার, ইনস্টাগ্রাম এবং ফেসবুকে পোস্ট করেছে বলে অভিযোগ ইরানের। ইরানের পতাকা হিসেবে যে ছবি দেওয়া হয়েছে তাতে ‘আল্লাহ’ ও ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ নেই। উদ্দেশ্য-প্রণোদিতভাবে বিকৃত এ পতাকা প্রকাশ করা হয়েছে বলে দাবি তাদের।

তারই মধ্যে ইরানের জাতীয় ফুটবল ফেডারেশন মার্কিন ফুটবল দলের এ কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে ফিফার কাছে অভিযোগ করেছে। ইরান বলেছে, আমেরিকার এ পদক্ষেপের মাধ্যমে তাদের জাতীয় ও ধর্মীয় পরিচিতির ওপর আঘাত করা হয়েছে।

ফিফার গঠণতন্ত্রের ১৩ নম্বর অধ্যায়ে বলা হয়, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি এ সংস্থার কোনো সদস্য দেশের জাতীয় ও ধর্মীয় পরিচিতি ও প্রতীকের অবমাননা করে তাহলে ওই ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান পরবর্তী অন্তত ১০টি ম্যাচ থেকে বাদ পড়বে। এ অনুযায়ী ব্যবস্থা নিতেই ফিফার কাছে আবেদন করেছে ইরান।

(ঊষার আলো-এফএসপি)