UsharAlo logo
বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শীতের সকালে এক কাপ মসলা চা!

pial
নভেম্বর ২৮, ২০২২ ৩:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : শীতের সময় এক কাপ মসলা চায়ে চুমুক দিতে কার না ভালো লাগে শরীরকে ঝরঝরে রাখার পাশাপাশি শীতকেও দূরে রাখে। অনেকেই সকালের নাস্তার সাথে মসলা চা খেতে পছন্দ করেন।

দুধ চায়ের সাথে কয়েক ধরনের মসলা মিশিয়ে যে চা বানানো হয়, সেটিই সাধারণত মসলা চা বলে পরিচিত। আপনার হাতের কাছে যে মসলা পাবেন তা দিয়েই বানাতে পারেন এক কাপ মসলা চা।

পনেরো মিনিটের ভিতর তৈরি করে ফেলতে পারবেন মজাদার এই চা।
যা যা লাগবে-

চারটি লবঙ্গ, দুইটি এলাচ, একটি দারুচিনির টুকরো, তিন কাপ পানি, ১৪ চা চামচ আদা কুচি, ১৮ চা চামচ গোল মরিচ, আধা কাপ দুধ, দুই টেবিল চামচ চিনি ও দুই টেবিল চামচ চা পাতা।

প্রণালি
* ব্লেন্ডারে লবঙ্গ, এলাচ এবং দারুচিনি গুঁড়ো করে নিন।
* একটি সসপ্যানে পানি নিন এবং তাতে মসলার গুঁড়ো দিয়ে সেদ্ধ করুন।
* এবার চুলা থেকে পাত্রটি সরিয়ে ঢেকে রেখে দিন পাঁচ মিনিট।
* সসপ্যানে দুধ এবং চিনি মেশান এবং সেদ্ধ করুন।
* আবার, তাপ থেকে সরিয়ে ফেলুন এবং চা দিয়ে দিন।
* ঢেকে রাখুন তিন মিনিট।
* চা নাড়ুন এবং ছেঁকে নিয়ে চায়ের কাপ ঢালুন। হয়ে গেলো সুস্বাদু ও স্বাস্থ্যকর মসলা চা তৈরি।

(ঊষার আলো-এফএসপি)