UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে চাঁদার দাবিতে বসতবাড়ীতে হামলা নারীসহ আহত ২

koushikkln
এপ্রিল ২৪, ২০২১ ৩:৩৬ অপরাহ্ণ
Link Copied!

আরিফুর রহমান, বাগেরহাট: মাদক,সন্ত্রাসী ও চাঁদাবাজিতে আলোচিত বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া আলুকদিয়া গ্রামে একটি বসতবাড়ীতে সন্ত্রাসী হামলা হয়েছে। হামলায় এক নারী ও তার ভাই আহত হয়েছেন। এসময় সন্ত্রাসীরা বসতবাড়ীর জানালা ভেঙ্গে ফেলেছে। ঘটনা জানতে পেরে বাগেরহাট সদর আসনের এমপির নির্দেশনায় পুলিশ তড়িৎ পদক্ষেপ নিয়ে হামলাকারি চাঁদাবাজদের মধ্যে রাজিব শেখ (২৭) নামের একজন কে আটক করেছে পুলিশ। গত বুধবার রাতের এ ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের জুলেখা বেগম বাদী হয়ে বাগেরহাট মডেল থানায় একটি মামলা করেছেন। মামলার প্রধান আসামী ও হামলায় নেতৃত্বদানকারি পাশ^বর্ত্তি চরগ্রামের আমির আলীর ছেলে মিন্টু শেখ (৩৪) কে পুলিশ গ্রেফতার করতে পারেনি।
মামলার বাদিনী আলুকদিয়া গ্রামের জামাল সেখের স্ত্রী জুলেখা বেগম শনিবার (২৪ এপ্রিল) সকালে জানান, সন্ত্রাসী মিন্টু শেখ, রাজিব শেখ, আলামিন কাজি, রাসেল সিকদার, হান্নান শেখ ও মোস্তাফিজ শেখসহ একদল সন্ত্রাসী দুই লাখ টাকা চাঁদার দাবীতে জামাল শেখের বাড়ীতে হামলা করে। জামাল শেখ কে না পেয়ে তার বসত বাড়তে হামলা করে। এসময় বাধা দিলে জুলেখা বেগম কে বেধড়ক মারপিট করে। এ অবস্থায় জুলেখা বেগমের ভাই দাউদ মৃধা ঠেকাতে এলে তাকে মারপিট করে। পরে এ ঘটনা সদর আসনের সংসদ সদস্যকে সরাসরি জানালে এমপি শেখ সারহান নাসের তন্ময় নিজেই সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ কে জোর নির্দেশনা দেন। সে অনুযায়ি ওই রাতেই এলাকার ইউপি সদস্য শেখ হায়বাত আলীর ছেলে রাজিব শেখ আটক করা হয়। এ বিষয়ে বাগেরহাট মডেল থানার ওসি কেএম আজিজুল ইসলাম শনিবার সকালে জানান এ ঘটনায় জুলেখা বেগম ৬ জনের নাম উল্লেখ করে ঘটনার পরেরদিন থানায় একটি এজাহার দায়ের করেছেন। আমরা রাজিব শেখ নামের এজাহার নামীয় একজন আসামী কে গ্রফতার করেছি। বাকী আসামীদের গ্রেফতারে জোর অভিযান চলছে।