UsharAlo logo
বুধবার, ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

শীতে ত্বকের যত্নে তেল নাকি লোশন?

pial
নভেম্বর ৩০, ২০২২ ২:৪০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : চলে এসেছে শীত, আর শীতে ত্বকের যত্ন প্রয়োজন। শুষ্ক আবহাওয়ায় ত্বকের খসখসে ভাব দূর করতে অনেকে লোশন এবং অনেকে ব্যবহার করেন তেল।

শীতকালে ত্বকের যত্নে কোনটি ভালো- এই বিষয়ে কথা বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও চর্ম রোগ বিশেষজ্ঞ ডা. নাজমুল করিম।

নাজমুল করিম বলেন, শীতকালে আবহাওয়া শুষ্ক থাকে, কাজে এ সময় মানুষের শরীরে যদি ময়েশ্চার না থাকে তবে ত্বক টানটান লাগে ও হাত দিয়ে দাগ দিলে খসখসে সাদা দাগ হয়। এজন্য বেশিরভাগ দেশেই শীতকালে ময়েশ্চারের জন্য লোশন কিংবা তেল ব্যবহারের প্রচলন রয়েছে। লোশনে অনেক সময়ই ভালো পুষ্টিগুণ থাকে। কিছু লোশন একটু বেশি ভেজা বা তেলতেলে, কিছু কম, ত্বক অনুযায়ী বেছে নিতে হবে।

শীতে ত্বকের যত্নে সরিষার তেল ব্যবহার প্রসঙ্গে এ বিশেষজ্ঞ বলেন, সরিষার তেল ঝাঝালো, কাজে ফলে গায়ে না মাখাটাই ভালো।

লোশন নাকি অলিভ ওয়েল ভালো? এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এ নিয়ে বিতর্ক রয়েছে। অলিভ ওয়েল তেলের মতো, কাজে এটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। যাদের ত্বক বেশি শুষ্ক তাদের জন্য লোশন বেশি ভালো। আবার অনেকের জন্য অলিভ ওয়েল ভালো কাজ দেবে। কিন্তু লোশন বা অলিভ ওয়েলের ক্ষেত্র অলিভ ওয়েলকেই আমি বেশি প্রাধান্য দেব। কারণ এর মধ্যে ত্বকের জন্য উপকারী পুষ্টি আছে।

(ঊষার আলো-এফএসপি)