UsharAlo logo
রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

শহীদ শেখ আবু নাসের স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেটের উদ্বোধন

koushikkln
ডিসেম্বর ৩, ২০২২ ৭:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : নগরীর খালিশপুরে ৩য় শহীদ শেখ আবু নাসের স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্ট-২০২২ এর উদ্বোধন হয়েছে। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক শনিবার (০৩ডিসেম্বর) দুপুরে প্রভাতী স্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্ণামেন্টের উদ্বোধন করেন।

টুর্ণামেন্ট আয়োজক কমিটির আহবায়ক ও সাবেক ক্রিকেটার কাজী ফয়েজ মাহমুদ-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ শহিদুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডি এ বাবুল রানা, খালিশপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম বাশার, কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য কাউন্সিলর মোঃ আমিনুল ইসলাম মুন্না, ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এস এম মোর্শেদ আহম্মেদ মনি, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর এস এম খুরশিদ আহম্মেদ টোনা, ১২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মনিরুজ্জামান, ১০নং ওয়ার্ড কাউন্সিলর কাজি তালাত হোসেন কাউট, ৯নং ওয়ার্ড কাউন্সিলর এমডি মাহফুজুর রহমান লিটন, সংরতি আসনের কাউন্সিলর পারভীন আক্তার, বাংলাদেশ ট্যাংক লরি ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব শেখ ফরহাদ হোসেন ও গাজী প্রোপার্টিজের প্রোপাইটার মোঃ হাবিবুল্লাহ্ গাজী। অনুষ্ঠান পরিচালনা করেন আয়োজক কমিটির সদস্য সচিব মোঃ হাফিজুর রহমান মিলন ও নিয়াজ মোরশেদ পল্টু এবং উপস্থাপনা করেন আয়োজক কমিটির সদস্য আমিরুল ইসলাম পিন্টু ও সমীর সরকার। খালিশপুর থানা ও সকল ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মাসব্যাপী এ টুর্ণামেন্টটি নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এবং ৩২টি দল টুর্ণামেন্টে অংশগ্রহণ করছে। টুর্ণামেন্টে প্রতিদিন দুটি করে খেলা অনুষ্ঠিত হবে। ৩য় শহীদ শেখ আবু নাসের স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্টে এ বছর টাইটেল স্পন্সর হিসেবে থাকছেন গাজী প্রোপার্টিজ এবং মিডিয়া পার্টনার হিসেবে কাজ করছেন খুলনার বহুল প্রচারিত পত্রিকা দৈনিক সময়ের খবর। উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাবেক ক্রিকেটারদের অংশগ্রহণে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।

ওদিকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোটাইটি-খুলনা সিটি ইউনিটের বার্ষিক সাধারণ সভায় সভাপতির বক্তৃতা করেন ইউনিটের চেয়ারম্যান সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা সিটি ইউনিটের বার্ষিক সাধারণ সভা শনিবার সকালে শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিটি ইউনিটের চেয়ারম্যান সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।

রেড ক্রিসেন্ট সোসাইটি-সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান হালিমা ইসলাম, জেলা ইউনিটের সেক্রেটারী সাংবাদিক মকবুল হোসেন মিন্টু, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মো: সাইফুল ইসলাম, সিটি ইউনিটের সদস্য এ্যাড. মো: আইয়ুব আলী শেখ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য মো: আলী আকবর টিপু, কাউন্সিলর মো: শামসুজ্জামান মিয়া স্বপন, জোবায়ের আহমেদ খান জবা, শফিকুর রহমান পলাশসহ আজীবন সদস্য, যুব রেড ক্রিসেন্টের সদস্যগণ সভায় উপস্থিত ছিলেন। বার্ষিক রিপোর্ট পেশ করেন সিটি ইউনিটের সেক্রেটারী মল্লিক আবিদন হোসেন কবির ও বার্ষিক আয়-ব্যয় বিবরণী পেশ করেন ইউনিট লেভেল কর্মকর্তা মো: মইনুল ইসলাম পলাশ।