UsharAlo logo
রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

এবার বাগেরহাট শহর থেকে ৩ টি গরু চুরি

pial
ডিসেম্বর ৭, ২০২২ ২:৩৭ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট : কঠোর বাগেরহাট জেলা শহরের গোয়াল ঘরের তালা ভেঙ্গে এবার ৩ টি গরু চুরি হয়েছে।
মঙ্গলবার দিনগত রাতের যে কোন সময় শহরের সাহা পাড়া মন্দির এলাকার মনোজ কুমার সাহার বাড়ীর গোয়াল ঘর থেকে এ চুরি সংঘটিত হয়। অজ্ঞাত চোরেরা পিক-আপ ভ্যান যোগে এ গরু চুরি করেছে বলে সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে।

গরু মালিক নৃরেন্দ্র নাথ সাহার ছেলে মনোজ কুমার সাহা বুধবার (৭ ডিসেম্বর) সকালে জানান, মঙ্গলবার সন্ধ্যায় গরু ৩ টিকে খাবার খাইয়ে গোয়ালে তালাবদ্ধ করে রাখি। বুধবার সকালে গোয়ালঘরে গিয়ে দেখি দরজার গ্রীল ভাঙ্গা এবং গোয়ালে গরু নাই। ধারনা করা হচ্ছে গভীর রাতে চোরেরা গরু ৩ টি নিয়ে গেছে। প্রতি নিয়ত গোয়ালঘর থেকে মানুষের গরু চুরি হওয়ার ঘটনায় আমরা সতর্ক হই এবং গোয়ালঘর পাকা করে লোহার গ্রীল ব্যবস্থা করি।

এরপরও গরু চুরি ঠেকাতে পারি নাই। আর এ ঘটনায় থানা পুলিশ করেও লাভ নাই। গরু পালন করবনা বলেও সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। তাই এখনও থানায় অভিযোগ করি নাই। এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ওসি কেএম আজিজুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, গরু চুরি বিষয়ে কেহ অভিযোগ করে নাই। তবে আমরা খোজ খবর নিচ্ছি।

(ঊষার আলো-এফএসপি)