আরিফুর রহমান, বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় শত্রুতার জেরে টুটুল হাওলাদার (১৬) নামের এক কিশার কে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার (০৯ ডিসেম্বর) গভীর রাতে মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়ীয়া গুলিশাখালী গ্রামের সমাদ্দার পাড়ায় এই ঘটনা ঘটে। পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেছে। তবে পুলিশ হত্যার ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। নিহত টুটুল হাওলাদার গুলিশাখালী গ্রামের সমাদ্দারপায়ার আব্দুল বারেক হাওলাদারের ছেলে।
স্থানীয়দের বরাতে বাগেরহাট পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেলের সমন্বয়ক পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন, শুক্রবার রাত ১১টার দিকে গুলিশাখালী গ্রামের সমাদ্দার পাড়ায় বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখার আয়োজন করে স্থানীয়রা। খেলা চলার সময় হঠাৎ করে টুটুল নামের এক কিশোরের গলায় ধারালো ছুরি দিয়ে আঘাত করে রুবেল নামে এক যুবক। ছুরিকাঘাত করে রুবেল পালিয়ে যায়। ওইখানে থাকা অন্যরা টুটুলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। নিহত টুটুলের সাথে প্রতিবেশি রুবেলের পূর্ব বিরোধ ছিল। সেই বিরোধের জেরে এই হত্যাকা-ের ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। রুবেল ঘটনার পর থেকে আতœগোপণে গেছে। তাকে ধরতে পুলিশের একাধিক দল অভিযানে নেমেছে।