UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

koushikkln
ডিসেম্বর ১৪, ২০২২ ২:০৯ অপরাহ্ণ
Link Copied!

আরিফুর রহমান, বাগেরহাট: বদ্ধভুমিতে ফুলেল শ্রদ্ধা ও আলোচনাসভার মধ্য দিয়ে বাগেরহাটে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল ৮ টায় বাগেরহাট শহরের ডাকবাংলোস্থ বধ্যভূমিতে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানায়। প্রথমেই জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাগণ জেলা প্রশাসনের পক্ষে পুস্পস্তবক অর্পন করেন। পরে একে একে জেলা পুলিশ, জেলা আওয়ামী লীগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সরকারি পিসি কলেজ, বাগেরহাট প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, এলজিইডিসহ বিভিন্ন সংস্থা ও দপ্তরের পক্ষ থেকে পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানানো হয়। জেলা পুলিশের একটি চৌকস দল শহীদদের উদ্দেশ্যে গার্ড অব অনার প্রদান করেন। পরে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধসহ বিভিন্ন সময় হত্যার শিকার শহীদদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করেন বাগেরেহাট কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল কালাম আজাদ। মোনাজাত শেষে ভৈরবের তীরে অবস্থিত বদ্ধভূমিতে বুদ্ধিজীবি দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসব কর্মসূচিতে বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, সরকারি পিসি কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহ আলম ফরাজী, অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ভুইয়া হেমায়েত উদ্দিন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহা প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা বলেন ১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে ঘৃণ্য হত্যাকা- সংগঠিত হয়। এদিন মহান মুক্তিযুদ্ধে নিশ্চিত পরাজয় জেনে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি জাতিকে মেধাশূন্য করার ঘৃণ্য চক্রান্ত করে। তারা তাদের এ দেশীয় দোসরদের নিয়ে শিক্ষক, বিজ্ঞানী, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, ক্রীড়াবিদ, সরকারি কর্মকর্তাসহ বহু মানুষকে হত্যা করে। মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের পর সারা দেশের বিভিন্ন স্থানের বধ্যভূমিতে বুদ্ধিজীবীদের চোখ-হাত বাঁধা ক্ষতবিক্ষত মৃতদেহ পাওয়া যায়।