UsharAlo logo
বৃহস্পতিবার, ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হাতিরঝিলে অজ্ঞাত যুবকের মরদেহ

ঊষার আলো
ডিসেম্বর ২০, ২০২২ ১২:২২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট: রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে অজ্ঞাতপরিচয় (৩০) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) রহমত উল্লাহ রনি জানান, সকাল ১০টায় খবর পেয়ে এফডিসি গেটের বিপরীত পাশের ফুটপাত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, মৃত যুবকের পরনে কালো জ্যাকেট ও খয়েরি রঙের ফুল প্যান্ট ছিল। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় শনাক্ত করা যায়নি। সিআইডির ক্রাইমসিনের সদস্যদের সাহায্যে তার পরিচয় জানার চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে, ওই যুবক ভবঘুরে। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হতে পারে।

ঊষার আলো-এসএ