UsharAlo logo
সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনার প্রথম ডোজের টিকাদান বন্ধ

usharalodesk
এপ্রিল ২৫, ২০২১ ১০:০৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আগামীকাল সোমবার (২৬ এপ্রিল) থেকে করোনার প্রথম ডোজের টিকাদান বন্ধ থাকবে। প্রথম ডোজ নেয়াদের শুরু হবে ২য় ডোজের কার্যক্রম। রোববার (২৫ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের লাইন ডিরেক্টর ও কেভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. মাে. শামসুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয় করোনা টিকার প্রথম ডোজ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সোমবার (২৬ এপ্রিল) থেকে বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানাে যাচ্ছে যে, আগামী ২৬ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের ১ম ডোজের টিকা দেয়া সাময়িকভাবে বন্ধ থাকবে। এ বিষয়ে আওতাধীন সংশ্লিষ্ট কেন্দ্রগুলোকে যথাযথ পদক্ষেপ নেয়ার জন্য অনুরােধ করা হলো।

(ঊষার আলো-এমএনএস)