UsharAlo logo
বুধবার, ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাসচাপায় পোশাক শ্রমিকের মৃত্যু

ঊষার আলো
ডিসেম্বর ২৭, ২০২২ ১১:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় যাত্রীবাহী বাস চাপায় এক পোশাক কারখানার শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় নিহত শ্রমিককে উদ্ধারে এগিয়ে গেলে অপর এক বাসের চাপায় মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পোশাক শ্রমিকের নাম জাহাঙ্গীর আলম (৩৫)। তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার পাবরিয়াচালা গ্রামের বারেক মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি কারখানার পোশাক শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. মোস্তাফিজুর রহমান জানান, বাঘের বাজার এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন পোশাক শ্রমিক জাহাঙ্গীর আলম।

এসময় বনশ্রী পরিবহনের দ্রুতগতির একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীর আলম মারা যান। এক পর্যায়ে নিহত পোশাক শ্রমিককে উদ্ধারে মো. জিয়া নামের এক মোটরসাইকেল আরোহী এগিয়ে গেলে এনা পরিবহনের বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে জিয়া মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় প্রভাতী বনশ্রী ও এনা পরিবহনের বাস আটক করা হয়েছে। তবে চালকরা পালিয়ে গেছেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঊষার আলো-এসএ