UsharAlo logo
রবিবার, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

৯৩ হাজার ইয়াবাসহ আটক ১

ঊষার আলো
জানুয়ারি ৩, ২০২৩ ১২:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : কর্ণফুলী উপজেলার বৈরাগী এলাকা থেকে ৯৩ হাজার ৪শ’ পিস ইয়াবাসহ মো.আব্দুর রহিম (৩০) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। আটক রহিম বৈরাগী উপজেলার বদলপুরা এলাকার মো. ইলিয়াসের ছেলে।

মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার এই তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান, বৈরাগী এলাকায় একটি বাসায় ইয়াবা মজুদের খবর পেয়ে রোববার (২ জানুয়ারি) দুপুরে অভিযান চালিয়ে আব্দুর রহিমকে আটক করে। পরে তার খাটের নিচে দুটি বস্তায় বিশেষ কৌশলে লুকানো ৯৩ হাজার ৪শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আব্দুর রহিম দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে নগরসহ দেশের বিভিন্ন এলাকায় পাচার করতো। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় তাকে হস্তান্তর করা হয়েছে।