UsharAlo logo
শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

স্ট্রাইক রেট ১৩৫ না থাকলে, দলে নেবেন না আফ্রিদি!

pial
জানুয়ারি ৩, ২০২৩ ৫:০৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : টি-টোয়েন্টি ক্রিকেটেবল বাউন্ডারি পার করাই শেষ কথা। তাই পাওয়ার হিটিংয়ে দক্ষ খেলোয়াড়দের চাহিদাই বেশি এ ফরম্যাটে।

আর শহীদ আফ্রিদি নিজেও ছিলেন একজন আক্রমণাত্মক ব্যাটার। অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচক হওয়ার পর পাকিস্তান টি-টোয়েন্টি দলের জন্য নতুন মানদণ্ড ঠিক করলেন সাবেক এ অলরাউন্ডার। মানদণ্ডের ধরণটাও আফ্রিদির ব্যাটিংয়ের মতো আগ্রাসী।
টি-টোয়েন্টি দলে ডাক পেতে হলে প্রত্যেক ব্যাটারেরই ১৩৫ কিংবা তার বেশি স্ট্রাইক-রেট থাকতে হবে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিইও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আফ্রিদি বলেন, ‘ঘরোয়া ক্রিকেটে ১৩৫ কিংবা তার বেশি স্ট্রাইক রেট না থাকলে কোনো ব্যাটারকেই পাকিস্তানের টি-টোয়েন্টি দলে ডাকা হবে না। ’

সেটাই যদি হয় তাহলে বাদ পড়তে পারেন টি-টোয়েন্টি দলে বর্তমানে পাকিস্তানের দুই সেরা পারফর্মার মোহাম্মদ রিজওয়ান এবং বাবর আজম। কেননা তাদের কারোর স্ট্রাইক রেট ১৩৫ তো দূরের কথা ১৩০ এরও বেশি না। পাকিস্তানের হয়ে ৯৯ টি টি-টোয়েন্টি খেলে ১২৭.৮০ স্ট্রাইকরেটে ব্যাট করছেন বাবর। আর অন্যদিকে ৮০ ম্যাচে রিজওয়ানের স্ট্রাইক-রেট ১২৬.৬২।

(ঊষার আলো-এফএসপি)