UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটের মোংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোতালেবের ইন্তেকাল

usharalodesk
জানুয়ারি ৭, ২০২৩ ১০:৪৩ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট জেলার মোংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ মোতালেব (৭২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। শনিবার (৭ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে ঢাকায় তার বড় মেয়ের বাড়িতে মারা যান তিনি। শারীরিক অসুস্থতা নিয়ে দীর্ঘ ২০/২২ দিন ধরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসার জন্য বড় মেয়ের বাসায় ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, তিন কন্যা ও আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার (৮ জানুয়ারি) জানাজা নামাজ শেষে মোংলার পৌর কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন মরহুমের পরিবার।

মরহুম এম এ মোতালেব দীর্ঘদিন দৈনিক প্রথম আলোর মোংলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তীতে দৈনিক কালের কণ্ঠ ও দৈনিক পূর্বাঞ্চলের মোংলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।