ঊষার আলো ডেস্ক : বঙ্গোপসাগরের দুবলারচরে বুধবার (১১ জানুয়ারি) সকালে শীতজনীত কারণে আতিয়ার সরদার (৫২) নামে এক জেলে মারা গেছে বলে জানা গেছে। এনিয়ে গত ৩ দিনে দুবলার আলোরকোলে ২ জনের মৃত্যু হয়েছে।
দুবলা ফিসারমেন গ্রুপের সভাপতি মোঃ কামাল উদ্দিন আহমেদ বুধবার সকালে আলোরকোল থেকে মোবাইলে জানান, বুধবার সকালে আতিয়ার সরদার নামে এক জেলে শীতজনীত কারণে আকস্মিকভাবে মারা গেছে। মৃত্যু জেলে মোংলা উপজেলার চিলা গাববুনিয়া গ্রামের খালেক সরদারের ছেলে। এর আগে গত ৯ জানুয়ারি সকালে দুবলারআলোরকোলে অসীম শীল (৩৫) নামে এক নরসুন্দর (নাপিত) আকস্মিকভাবে মারা যায় বলে ফিসারমেন গ্রুপের সভাপতি জানিয়েছেন।
পূর্ব সুন্দরবন বিভাগের আলোরকোল অস্থায়ী ফরেস্ট ক্যাম্পের ইনচার্জ ফরেস্টার মুহাঃ সাদিক মাহমুদ বলেন, শীতজনীত কারণে মৃতঃ জেলের মহাজন খুলনার রূপসার আজাদ রহমান। জেলের লাশ তার বাড়িতে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।