রাউজান প্রতিনিধি : জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর যে নির্দেশনা তা বাস্থবায়নের লক্ষ্যে রাউজানে বিভিন্ন কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
অনাবাদী জমিকে আবাদের আওতায় আনার লক্ষ্যে রাউজানের এমপি এ.বি.এম ফজলে করিম চৌধুরী, উপজেলা চেয়ারম্যান এ.কে. এম এহেসানুল হায়দার চৌধুরী (বাবুল), উপজেলা নির্বাহী কর্মকতা আবদুস সামাদ শিকদার, উপজেলা কৃষি কর্মকতা ইমরান হোসাইন, স্থানীয় জনপ্রতিনিধি প্রমুখ বিভিন্ন স্থানে কৃষক সমাবেশসহ বিভিন্ন প্রচার-প্রচারণা করেন।
রাউজানের এমপি এ.বি.এম ফজলে করিম চৌধুরী রাউজানের প্রতি ইঞ্চি জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে কৃষক-কৃষাণীদের মধ্যে বিনামূল্যে সরিষার বীজ, সূর্যমুখী বীজ, চারাসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করেন। ইতিমধ্যে তারই সফলতা পেতে শুরু করেছে কৃষকেরা। কৃষকদের মুখে ফুটেছে হাসি।
উপজেলা কৃষি অফিসার রাউজান এর তথ্য মতে জানা যায়, কৃষি বিভাগের সার্বিক সহযোগিতায় স্থাপিত পারিবারিক পুষ্টিবাগানের ভালো ফলন হয়েছে এবং ফুলকপির ফলন ও ভালো হয়েছে। উভয় ক্ষেত্রেই কৃষক লাভবান হয়েছে। অন্যদিকে সরিষা ও সূর্যমূখীর হলুদ ফুলে ছেয়ে গেছে ক্ষেতের পর ক্ষেত। মাঘ মাসের শেষের দিকে কৃষকরা সরিষা ফলন কর্তন শুরু করবে। গত বছরের চেয়ে এবার ৩ গুণ বেশি সরিষার চাষ হয়েছে রাউজানে।
জানা যায়, গত বছর সরিষার চাষ হয়েছে ১শ’ ৪৫ হেক্টর জমিতে, এই বছর পতিত জমিসহ ৩শ’ ৭৫ হেক্টর জমিতে সরিষার চাষাবাদ হয়েছে। এতে কৃষকরা লাভবান হওয়ার পাশাপাশি দেশে খাদ্য ও তেল ঘাটতি মেটাবে।