UsharAlo logo
বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেসবুক পেইজ খুলে ধর্মভীরু নারীদের সঙ্গে প্রতারণা, যুবক গ্রেফতার

usharalodesk
জানুয়ারি ১৪, ২০২৩ ১০:২০ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি : নড়াইলে ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে পীর ও দয়াল বাবা নামে ফেসবুক পেইজ খুলে প্রতারণার অভিযোগে প্রতারক চক্রের মূলহোতা মো. সিহান কাজী (১৭) কে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৪ জানুয়ারি) সকালে তাকে ঢাকা থেকে নড়াগাতি থানায় নিয়ে আসা হয়। নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গত শুক্রবার (১৩ জানুয়ারি) দিবাগত রাতে ঢাকার উত্তরা থেকে সিহান কে গ্রেফতার করা হয়। সে ভোলা জেলার বোরহানউদ্দিন থানার মো. দুলাল কাজীর ছেলে। এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন মডেলের ৩টি মোবাইল ফোন এবং ১টি সিম কার্ড জব্দ করা হয়।

পুলিশ জানায়, সংঘবদ্ধ আন্তঃজেলা এ গ্রুপটি দীর্ঘদিন যাবৎ ‘গরীবের বন্ধু’ নামক ফেসবুক পেইজ খুলে ‘পাগলা বাবার দরবার শরীফ, কিশোরগঞ্জ’ এর নামে বিভিন্ন লোভনীয় বিজ্ঞাপনের ভিডিও প্রচার করে আসছিল। গত ১ নভেম্বর ২০২২ তারিখে নড়াগাতি থানার টোনা গ্রামের রবিউল ইসলামের স্ত্রী ফাতেমা বেগম (৩৩) বিজ্ঞাপনের প্রলোভনে পড়ে প্রতারকের সাথে মোবাইলে তার সমস্যার কথা বলেন। এই সুযোগে প্রতারক চক্রটি ওই নারীর কাছ থেকে কয়েক ধাপে ৩ লক্ষ টাকা আত্মসাৎ করে।

এ বিষয়ে নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বলেন, ধর্মপ্রাণ মানুষ বিপদ থেকে উদ্ধার ও শান্তির আশায় সহজেই প্রতারণার শিকার হয়। এভাবেই মানুষের ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে ধর্মভীরু নারী ও পুরুষদের প্রতারণা করে আসছিল চক্রটি। গ্রেফতারকৃত যুবক প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছে। দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।