UsharAlo logo
শনিবার, ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

স্বামীর মৃত্যুর পরই স্ত্রীর মৃত্যু, একসাথে দাফন

ঊষার আলো
জানুয়ারি ১৫, ২০২৩ ৬:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : নীলফামারীর ডোমারে স্বামী সহিদুল ইসলাম প্রামাণিকের (৬৫) মৃত্যুর পাঁচ ঘণ্টা পরই স্বামীর শোকে মারা গেলেন স্ত্রী হাওয়া বেগম (৫৫)। পরে একসাথে তাদের দাফন করা হয়েছে।

রোববার (১৫ জানুয়ারি) সকাল ৭টার দিকে ডোমার পৌর শহরের চিকনমাটি (সাহাপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। এ দম্পতির ছয়জন মেয়ে সন্তান রয়েছে।

প্রতিবেশীরা জানান, সকালে গরু-ছাগল মাঠে বেঁধে বাড়ি ফেরেন সহিদুল ইসলাম। এর কিছুক্ষণ পর তার শরীরে খারাপ লাগলে শুরু করে। পরিবারের লোকেরা তাকে হাসপাতালে নেয়। পথিমধ্যে তার মৃত্যু হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে স্বামীর শোকে জ্ঞান হারান স্ত্রী হাওয়া বেগম। তার জ্ঞান ফেরাতে স্বজনরা মুখে পানি ছেঁটায়। তবুও কোনো সাড়া-শব্দ পাওয়া যায় না। পরে তাকে স্থানীয় ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডোমার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আছরের পরে উভয়ের জানাজা অনুষ্ঠিত হয়।