UsharAlo logo
মঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গুলশানে সংঘর্ষ, গুলিবিদ্ধ ১

ঊষার আলো
জানুয়ারি ১৫, ২০২৩ ৭:১৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : রাজধানীর গুলশান-১ এলাকায় টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষে আমিনুল ইসলাম নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন।

রোববার (১৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে গুলশান ১ ডিসিসি মার্কেটের গ্লোরিয়া জিন্স ক্যাফের সামনে এ ঘটনা ঘটে।

গুলশান বিভাগের উপ-কমিশনার আব্দুল আহাদ জানান, বিকেল সাড়ে ৪টার দিকে গুলশান-১ ডিসিসি মার্কেটে গ্লোরিয়া জিন্স ক্যাফের পেছনে টাকা ভাগাভাগি নিয়ে আমিনুল ও তার পরিচিত ওহিদুলের মধ্যে সংঘর্ষ হয়।

তিনি বলেন, একপর্যায়ে দুজনেই গুলি চালালে আমিনুলের পায়ে জখম হয়। তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আব্দুল আহাদ জানান, ওহিদুলকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

তিনি আরো বলেন, ‘পুলিশ দুজনের ব্যবহৃত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স যাচাই করছে।
সূত্র : ইউএনবি