UsharAlo logo
শনিবার, ১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

একতারা বাজালেন ওবায়দুল কাদের

usharalodesk
জানুয়ারি ১৮, ২০২৩ ৭:২০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাসব্যাপী কারুশিল্প মেলা ও লোকজ উৎসবের উদ্বোধন শেষে মেলায় বিভিন্ন স্টল পরিদর্শন করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এ সময় দেশীয় বাদ্যযন্ত্রের একটি স্টলে দাঁড়িয়ে একতারা হাতে নিয়ে কিছুক্ষণ বাজালেন তিনি।

বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে সোনারগাঁয়ে মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসবের উদ্বোধন করেন ওবায়দুল কাদের।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য শেষে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে মেলা উদ্বোধন করেন তিনি। পরে মেলার বিভিন্ন দেশীয় কারু পণ্যের স্টল ঘুরে দেখেন এবং দোকানিদের সাথে কথা বলেন তিনি।

এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, সংস্কৃতির আসল রূপ ধরে রাখতে হবে। বাঁশ দিয়ে আপনারা যে সেতু তৈরি করেছেন সেটাই এখানকার ঐতিহ্য। এটাকে বহাল রাখতে হবে। এটার আদি রূপটাকে তার সঠিক জায়গায় রাখতে হবে।