UsharAlo logo
সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিধবা চা দোকানি পেলেন নাজমা খানমের ঈদ উপহার

ঊষার আলো
মে ১, ২০২১ ৯:৫৭ অপরাহ্ণ
Link Copied!

মোঃ মেহেদী হাসান, মণিরামপুর : যশোরের মণিরামপুরের খালিয়া গ্রামের বিধবা চা দোকানি সাহিদা খাতুনকে ঈদ উপহার দিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম। শনিবার (১ মে) দুপুরে ঈদ উপহার নিয়ে খালিয়া মোড়ে তার দোকানে হাজির হন নাজমা খানম। ঈদ সামগ্রী হিসেবে নাজমা খানম তার হাতে একটি শাড়ি, ১০ কেজি চাল, এক কেজি তেল, এক কেজি ডাল, এক কেজি আলু, এক কেজি সিমাই, এক কেজি চিনি, এক কেজি লবন, ৫০০ গ্রাম ডিটারজেন্ট ও একটি সাবান তুলে দিয়েছেন। এছাড়া শনিবার ঝাঁপা ইউনিয়নের বিভিন্ন এলাকায় দুস্থ ১০ নারীর মাঝে ঈদ সামগ্রী শাড়ি বিতরণ করেছেন উপজেলা চেয়ারম্যান। সাহিদা খাতুনের স্বামী জালাল উদ্দিন পারিবারিক কলহের জেরে খুন হন ৫-৬ মাস আগে। এরপর টিকে থাকার সংগ্রামে স্বামীর রেখে যাওয়া চা দোকানের হাল ধরেন সাহিদা খাতুন।

(ঊষার আলো-এমএনএস)