UsharAlo logo
সোমবার, ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

ফকিরহাটে বিদায়ী সংবর্ধনা প্রদান

ঊষার আলো
জানুয়ারি ১৮, ২০২৩ ৮:২৭ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে সদ্য অবসরপ্রাপ্ত উপ-সহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা সরদার নওয়াবজান ও সদ্য অন্য কর্মস্থলে বদলি ভি.এফ.এ মো. সোহেল রানা এবং এফ.এ (এআই) মাহমুদুর রহমানের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। একই সময়ে এলডিপি প্রকল্পের এলএসপি সোনিয়া আক্তার কারিমকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

বুধবার (১৮ জানুয়ারি) বিকেল ৩টায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ।

উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো. জাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাছরুল মিল্লাত, ইউপি চেয়ারম্যান সরদার আমিনুর রশিদ মুক্তি।

স্বাগত বক্তব্য রাখেন ভেটেরিনারি সার্জন মো. ওয়ালিউল হোসেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সেবক সমিতির সভাপতি খান মাহমুদ আরিফুল হক প্রমূখ।