UsharAlo logo
শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শেখ কামাল যুব গেমসের ২য় পর্ব শুরু

usharalodesk
জানুয়ারি ২১, ২০২৩ ৭:২৫ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া প্রতিবেদক : খুলনায় বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন আয়োজিত শেখ কামাল যুব গেমসের ২য় পর্বের আন্ত:জেলা পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় সুলতানা কামাল বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের সুইমিং গ্রাউন্ডে বিভাগের ৫টি জেলার প্রতিযোগিদের নিয়ে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এর আগে প্রধান অতিথি হিসেবে ২য় পর্বের এ প্রতিযোগিতার উদ্বোধন করেন অলিম্পিক এসোসিয়েশনের সদস্য এবং খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস এম মোর্তুজা রশিদী দারা।

বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার উপ-পরিচালক আবুল হোসেন হাওলাদার, বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হোসনেয়ারা খান, সহ-সভাপতি পারভিন রহমান, বাংরাদেশ সুইমিং ফেডারেশনের যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম, সামছুর রহমান মল্লিক, আ: মান্নান, জিএম রেজাউল ইসলাম।

সভাপতিত্ব করেন মোস্তাফিজুর রহমান বাবলু।

খুলনা বিভাগের বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, মাগুরা ও কুষ্টিয়া জেলার প্রতিযোগিদের নিয়ে মোট ১৬টি ইভেন্টে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ১০০ মিটার ফ্রি স্টাইলে (বালক) ১ম স্থান অধিকার করে কুষ্টিয়ার মো: আরিফ আলি। তিনি সময় নেন ১ মিনিট ৬ সেকেন্ড। এছাড়া কুষ্টিয়ার রমজান আহমেদ ২য় ও ঝিনাইদহের রিফাত হাসান ৩য় স্থান দখল করেন।

 

১০০ মিটার ফ্রি স্টাইলে (বালিকা) ১মিনিট ১৬ সেকেন্ড সময় নিয়ে ১ম হয় কুষ্টিয়ার এ্যানি আক্তার। এছাড়া একই জেলার মোছা: নুপুর খাতুন (১ মিনিট ১৮ সেকেন্ড) ২য় ও ঝিনাইদহের মেহেনাজ খাতুন (১ মিনিট ২০ সেকেন্ড) ৩য় হন।

৫০ মিটার ফ্রি বুক সাঁতারে (বালক) কুষ্টিয়ার মো: রবিউল ইসলাম (৩৬ সেকেন্ড) ১ম, একই জেলার মো: সোহানুর রহমান সোহান (৩৭ সেকেন্ড) ২য় ও ঝিনাইদহের মুমিনুল ইসলাম (৪৪ সেকেন্ড) ৩য় হন।

৫০ মিটার ফ্রি বুক সাঁতারে (বালিকা) কুষ্টিয়ার মোছা: মুক্তা খাতুন (৪৩ সেকেন্ড) ১ম, একই জেলার মোছা: জুই খাতুন (৪৫ সেকেন্ড) ২য় ও ঝিনাইদহের মেহেনাজ খাতুন(৫৪ সেকেন্ড) ৩য় হন।

১০০ মিটার চিত সাঁতারে (বালক) কুষ্টিয়ার মো: সোহাগ আলী (১ মিনিট ১৩ সেকেন্ড) ১ম, একই জেলার মো: মাহফুজ আলী (১ মিনিট ১৫ সেকেন্ড) ২য় ও ঝিনাইদহের রিফাত হাসান (১ মিনিট ২৮ সেকেন্ড) ৩য় হন।

১০০ মিটার চিত সাঁতারে (বালিকা) ঝিনাইদহের পলি খাতুন (১ মিনিট ২৮ সেকেন্ড) ১ম, কুষ্টিয়ার মোছা: এ্যানি আক্তার (১ মিনিট ৩০ সেকেন্ড) ২য় ও কুষ্টিয়ার আফসানা মিমি (১ মিনিট ৩৬ সেকেন্ড) ৩য় হন।

৫০ মিটার বাটারফ্লাই (বালক) ঝিনাইদহের সূর্য জোয়ার্দ্দার (৩২ সেকেন্ড) ১ম, কুষ্টিয়ার মো: জিসান আলী (৩৩ সেকেন্ড) ২য় ও কুষ্টিয়ার রমজান আহমেদ (৩৩.৪৪ সেকেন্ড) ৩য় হন।

৫০ মিটার বাটারফ্লাই (বালিকা) ঝিনাইদহের পলি খাতুন (৩৬ সেকেন্ড) ১ম, কুষ্টিয়ার মোছা: অথৈ (৩৭ সেকেন্ড) ২য় ও কুষ্টিয়ার মোছা: এানি (৩৮ সেকেন্ড) ৩য় হন।

৫০ মিটার চিত সাঁতারে (বালক) কুষ্টিয়ার মো: সোহাগ আলী (৩২.৮০ সেকেন্ড) ১ম, একই জেলার মো: মাহফুজ আলী (৩২.৯৭ সেকেন্ড) ২য় ও ঝিনাইদহের রিফাত হাসান (৩৬.২৬ সেকেন্ড) ৩য় হন।

৫০ মিটার চিত সাঁতারে (বালিকা) কুষ্টিয়ার মুক্তা খাতুন (৪০ সেকেন্ড) ১ম, ঝিনাইদহের পলি খাতুন (৪১ সেকেন্ড) ২য় ও ঝিনাইদহের মুক্তি খাতুন (৪২ সেকেন্ড) ৩য় হন।

১০০ মিটার বুক সাঁতারে (বালক) কুষ্টিয়ার মো: রবিউল উসলাম (১ মিনিট ২৩ সেকেন্ড) ১ম, একই জেলার সোহানুর রহমান সোহান (১ মিনিট ২৫ সেকেন্ড) ২য় ও ঝিনাইদহের মীর মুস্তাফিজুর রহমান আরিয়ান (১ মিনিট ৪৩ সেকেন্ড) ৩য় হন।

১০০ মিটার বুক সাঁতারে (বালিকা) কুষ্টিয়ার মুক্তা খাতুন (১ মিনিট ৩৪ সেকেন্ড) ১ম, একই জেলার নুপুর আক্তার (১ মিনিট ৩৭ সেকেন্ড) ২য় ও ঝিনাইদহের মুক্তি খাতুন (১ মিনিট ৪৭ সেকেন্ড) ৩য় হন।

২০০ মিটার ফ্রি স্টাইলে (বালক) কুষ্টিয়ার রমজান আহমেদ (২মিনিট ৩১.১৪ সেকেন্ড) ১ম, একই জেলার মীর নিরব হোসেন (২ মিনিট ৩১.৯০ সেকেন্ড) ২য় ও ঝিনাইদহের রিফাত হাসান (৩ মিনিট ২৪ সেকেন্ড) ৩য় হন।

২০০ মিটার ফ্রি স্টাইলে (বালিকা) কুষ্টিয়ার মোছা: এ্যানি আক্তার (২ মিনিট ৩৯ সেকেন্ড) ১ম ও একই জেলার মোছা: ঝর্ণা আক্তার মিম (২ মিনিট ৪২ সেকেন্ড) ২য় ও ঝিনাইদহের রিফাত হাসান (৩৬.২৬ সেকেন্ড) ৩য় হন।

৫০ মিটার ফ্রি স্টাইলে (বালক) কুষ্টিয়ার আরিফ আলী (২৮ সেকেন্ড) ১ম, একই জেলার মো: রানা (২৯ সেকেন্ড) ২য় ও বাগেরহাটের ইমন হাওলাদার (৩১ সেকেন্ড) ৩য় হন।

৫০ মিটার ফ্রি স্টাইলে (বালিকা) ঝিনাইদহের মেহেনাজ খাতুন (৩৪.৪৭ সেকেন্ড) ১ম ও কুষ্টিয়ার মোছা: এ্যানি আক্তার (৩৪.৬০ সেকেন্ড) ২য় ও একই জেলার আফসানা মিম (৩৫.৪৩ সেকেন্ড) ৩য় হন।

আগামীকাল খুলনা জেলা স্টেডিয়ামে কামাল যুব গেমসের এ্যাথলেটিকস অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে বিভাগের ৮টি জেলা।