UsharAlo logo
শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এসবিআলী ফুটবল একাডেমির বড় জয়

usharalodesk
জানুয়ারি ২৩, ২০২৩ ১০:২০ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া প্রতিবেদক : শেখ কামাল স্মৃতি সংসদ ও এসবিআলী ফুটবল একাডেমির উদ্যোগে ১৬ দলীয় প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ জিতে দ্বিতীয় পর্ব নিশ্চিত করেছে এসবিআলী ফুটবল একাডেমি।

সোমবার (২৩ জানুয়ারি) বিকেল পৌনে ৪টায় খুলনা জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ম্যাচে তারা ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে মোহাম্মদ আলী ফুটবল একাডেমি নড়াইলকে।

খেলার শুরু থেকেই পরিকল্পিত আক্রমণ করতে থাকে এসবিআলী ফুটবল একাডেমি। যার ফলে প্রথামার্ধে ৪ গোলে এগিয়ে যায় তারা। খেলার ৮ মিনিটের সময় ১০নং জার্সি পরিহিত খেলোয়াড় আরিফ, ১০ মিনিটের সময় ৫নং জার্সি পরিহিত খেলোয়াড় কাশেম, ১৫ মিনিটের সময় ১২নং জার্সি পরিহিত খেলোয়াড় লিটন ও ২০ মিনিটের সময় ৭নং জার্সি পরিহিত খেলোয়াড় রায়হান গোল ৪টি করেন। বড় ব্যবধানে পিছিয়ে থেকে বিরতীতে যায় মোহাম্মদ আলী ফুটবল একাডেমি নড়াইল। বিরতী থেকে ফিরে একটি গোল পরিশোধের আশায় মরিয়া হয়ে ওঠে মোহাম্মদ আলী ফুটবল একাডেমি। মাঝে মধ্যে ছোটখাটো আক্রমণ চালায় তারা। তবে কোন লাভ হয়নি। উল্টো দ্বিতীয়ার্ধের ১৪ মিনিটের সময় দলের পক্ষে শেষ এবং নিজের দ্বিতীয় গোলটি করেন ১২নং জার্সি পরিহিত খেলোয়াড় লিটন। ফলে পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় মোহাম্মদ আলী ফুটবল একাডেমি নড়াইলকে। খেলায় রেফারী ছিলেন পারভেজ আলম, তকদির হোসেন ও কামরুল আজম বাবু। খেলায় মনোমুগ্ধকর ধারাভাষ্য প্রধান করেন এডভোকেট প্রজেশ রায়।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবে শংকর পাশা ফুটবল ক্লাব বসুন্ধিয়া, যশোর বনাম আজিবর স্মৃতি সংসদ, খুলনা।

খুলনা জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারন সম্পাদক ও এসবিআলী ফুটবল একাডেমির প্রধান উপদেষ্টা মো. ইউসুফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে মাঠে উপস্থিত থেকে ম্যাচের উদ্বোধন করেন এজিএম প্রি-ক্যাডেট স্কুলের সভাপতি অধ্যাপক ওয়াহিদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ক্রীড়ানুরাগী ফকির কাওছার আলী।

এছাড়া মঈনুল ইসলাম টুটুল, মনির শেখ, সাবেক ইউপি সদস্য মাহমুদ হাসান, রাকিব রিয়াজ বিপ্লব, শাহজালাল সোহেল, মো. লাভলু, শেখ আলাউদ্দিন নাসিমসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও সাবেক ফুটবলাররা মাঠে উপস্থিত ছিলেন।