UsharAlo logo
শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দক্ষিণ রাউজানে ২ দিনব্যাপী গীতাযজ্ঞ ও বাণী-অর্চনা পূজা অনুষ্ঠিত

usharalodesk
জানুয়ারি ২৭, ২০২৩ ৬:১৩ অপরাহ্ণ
Link Copied!

রয়েল দত্ত, রাউজান : ধর্মক্ষেত্র সংগঠনের উদ্যোগে নোয়াপাড়া বানেশ্বর মহাজনের বাড়ীতে শ্রী-শ্রী জ্বালাকুমারী মাতৃমন্দিরের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৫ ও ২৬ জানুয়ারি ২ দিনব্যাপী গীতাযজ্ঞ ও বাণী-অর্চনা পূজা অনুষ্ঠিত হয়।

পৌরহিত্য করেন সুরঙ্গা লোকনাথ সেবাশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী শংকরানন্দ ব্রক্ষচারী ও পন্ডিত প্রবর সুমন চক্রবর্তী।

গীতাযজ্ঞ, গীতা পাঠ, পূজা, প্রসাদ বিতরণ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠান সম্পূর্ণ হয়।

সার্বজনীন শ্রী-শ্রী সরস্বর্তী পূজা উদযাপন পরিষদের সভাপতি দিনবন্ধু দে ও সাধারণ সম্পাদক মিটন মহাজনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন তাপস দাশ, আশিষ ঘোষ, লিটন দত্ত, রানা মহাজন, স্বপন দে, বিপ্লব ঘোষ, বিশ্বজিৎ ভট্টাচার্য্য, সাগর চৌধুরী, রাজু দাশ, চিত্তরঞ্জন দে, শ্যামল মহাজন, বিশাল দাশ, নিশান দে, রাজন মহাজন, অভিজিৎ ভট্টাচার্য্য, জিকু দে, অমিত দে, নিকাশ দাশ, আকাশ দাশ, নিশান দাশ, জেকি দে, হৃদয় মহাজন, সুস্ময় দত্ত, ইমন দাশ, জয় দাশ, কৃষাণ দাশ, রাজেশ ঘোষ, ঝুন্টু ঘোষ, চন্দন দে, অন্ত ভট্টাচার্য্য, সুকান্ত ভট্টাচার্য্য, রুবেল মহাজন, বিবেক দাশ, প্রিয়ম আচার্য্য, দুর্জয় মহাজন, পিন্টু মহাজন, তন্ময় দাশ, নীল দাশ, বিজয় দে, নিলয় চৌধুরী, অর্নব ঘোষ, অয়ন ঘোষ, দীপ্ত দাশ, অমি দাশ বাপ্পা, সুজয় দে প্রমুখ।

এ সময় ভক্তবৃন্দের উপস্থিতিতে এক উৎসবমূখর পরিবেশের সৃষ্টি হয়।