UsharAlo logo
বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সরকার ৩৩ প্রকার ভাতার ব্যবস্থা চালু করেছে : পরশ

usharalodesk
জানুয়ারি ২৭, ২০২৩ ৬:২৪ অপরাহ্ণ
Link Copied!

আরিফুর রহমান, বাগেরহাট : স্বাধীনতার পরবর্তী সময়ে বাংলাদেশে যত উন্নয়ন তার সবই প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই এসেছে। আওয়ামী লীগ সরকার অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য মুক্তিযোদ্ধাসহ ৩৩ প্রকার ভাতার ব্যবস্থা চালু করেছে, যা অন্য কোন সরকার আজ পর্যন্ত চালু করেনি। তাই দেশের উন্নয়ন অব্যহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করে শেখ হাসিনার সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে।

বাগেরহাটের কচুয়ায় শহীদ শেখ ফজলুল হক মনি কারিগরি স্কুল এন্ড কলেজে কেন্দ্রীয় যুবলীগের সভাপতির প্রয়াত পিতা শহীদ শেখ ফজলুল হক মনির নামে প্রতিষ্ঠিত কারিগরি কলেজের এক সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস্ পরশ।

সমাবেশের পূর্বে শহীদ শেখ ফজলুল হক মনির স্মৃতি ফলকের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন।

কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুরে কচুয়া শহীদ শেখ ফজলুল হক মনি কারিগরি কলেজের সুধী সমাবেশে কলেজের সভাপতি ও কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তাছমিনা খাতুন সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুবলীগের চেয়াম্যানের সহধর্মিনী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সেখ সোহেল, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক সুব্রত পাল, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামীম আল সাইফুল সোহাগ, নবাগত জেলা যুবলীগের সভাপতি সরদার নাসির উদ্দিন, সাধারন সম্পাদক মীর জয়েসী আশরাফী জেমস।