UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে একই দিনে দুই ফাইটারসহ তিন প্লেন বিধ্বস্ত

ঊষার আলো
জানুয়ারি ২৮, ২০২৩ ২:৩১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ভারতে একই দিনে দুই ফাইটার জেটসহ তিনটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে একটি চার্টার্ড প্লেন, বাকি দুটি দেশটির বিমানবাহিনীর সুখোই ৩০ এবং মিরাজ ২০০০।

প্রথমে শনিবার সকালে ভরতপুরের নাগলা দিদা এলাকায় একটি চার্টার্ড বিমান ভেঙে পড়ে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সেখানে উদ্ধারকাজ শুরু হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে, দুর্ঘটনাস্থলে বপাইলটের খোঁজ পাওয়া যায়নি। তার সন্ধানে তল্লাশি চলছে। দুর্ঘটনার সময় উড়োজাহাজটিতে মোট কতজন ছিলেন তা জানা যায়নি।

এদিকে শনিবার রাজস্থানের উদয়পুরে যাওয়ার কথা রয়েছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। যদিও উদয়পুর থেকে ভরতপুরের দূরত্ব ৫০০ কিলোমিটারের বেশি। তা সত্ত্বেও প্রধানমন্ত্রী রাজ্যে নামার আগে বিমান দুর্ঘটনা উদ্বেগ বেড়েছে প্রশাসনিক মহলে। কীভাবে দুর্ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।

একই দিন সকালেই মধ্যপ্রদেশে দুর্ঘটনার কবলে পড়েছে দেশটির বিমানবাহিনীর দুটো উড়োজাহাজও। এঘটনায় ভেঙে পড়েছে যুদ্ধবিমান সুখোই ৩০ এবং মিরাজ ২০০০ । এ ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি দেশটির সরকার বা প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ঊষার আলো-এসএ