UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভারতের হাসপাতালে আগুন, ২ চিকিৎসকসহ ৫ জনের মৃত্যু

ঊষার আলো
জানুয়ারি ২৮, ২০২৩ ৪:০৪ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের একটি বেসরকারি হাসপাতালে হঠাৎ আগুন লাগার ঘটনায় দুইজন চিকিৎসকসহ পাঁচ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ জানুয়ারি) ভারতের রাঁচি থেকে প্রায় ১৭০ কিলোমিটার দূরে ধানবাদের ব্যাংক মোড় এলাকায় দিবাগত রাত ২টার দিকে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, মৃতদের মধ্যে রয়েছেন হাসপাতালের মালিক তথা চিকিৎসক বিকাশ হাজরা, তার স্ত্রী চিকিৎসক প্রেমা হাজরা এবং পরিচারিকা তারা দেবী। এছাড়া সোহান খানারি নামে আরও এক জনের মরদেহ চিহ্নিত হয়েছে। একটি পোষ্য কুকুরও পুড়ে মারা গেছে। খবর এনডিটিভির

আগুন লাগার ঘটনায় কয়েক জন আহতও হয়েছেন। পুলিশের প্রাথমিক ধারণা, অগ্নিকাণ্ডের পর শ্বাসকষ্টজনিত কারণে এই মৃত্যুর ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে হঠাৎই ওই হাসপাতালে আগুন লেগে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ঝাড়খণ্ড পুলিশ এবং দমকলবাহিনী। বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

পুলিশ জানিয়েছে, বাড়ির একটি অংশে হাসপাতাল করেছিলেন চিকিৎসক দম্পতি। শুক্রবার রাতে হঠাৎই ওই হাসপাতালে আগুন লেগে যায়।দুর্ভাগ্যজনক ভাবে প্রাণ হারিয়েছেন ৫ জন।

ধানবাদের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম) প্রেমকুমার তিওয়ারি বলেন, ‘হাসপাতালের মালিক, তার স্ত্রীসহ অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে। মনে করা হচ্ছে স্টোর রুমে লাগা আগুন ছড়িয়ে পড়ায় এই দুর্ঘটনা ঘটেছে। শ্বাসকষ্টজনিত কারণে এই মৃত্যু বলে মনে করা হচ্ছে। এক জনের অসুস্থ হওয়ার খবর পেয়েছি। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তদন্ত চলছে।’